সিলেট

সিলেটের রাজপথে ট্রাভেলস ব্যবসায়ীরা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ ০৬:৩০

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন

 

সিলেট প্রতিনিধি : ট্রাভেল এজেন্সি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সিলেটের রাজপথে নামলেন ব্যবসায়ীরা। তারা এক ঘণ্টা ট্রাভেল এজেন্সি বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বিমান সচিব বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ট্রাভেল এজেন্সি মালিকরা বলেন,বর্তমান অন্তবর্তী সরকার বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণে যে খসড়া অধ্যাদেশ তৈরি করেছেন, সেটা ট্রাভেলস ব্যবসাকে স্থবির করে দেবে। মানববন্ধনে সভাপতিত্ব করেন ট্রাভেল ব্যবসায়ী আলহাজ¦ আতাউর রহমান।  দেওয়ান রুশো চৌধুরীর সঞ্চালনায় বক্তারা অভিযোগ করে বলেন, ট্রাভেল এজেন্সি প্রতিনিধিদের সাথে কোন ধরনের আলোচনা না করেই আইন তৈরি করছে সরকার।  এঘটনায় ট্রাভেল ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। মানববন্ধনে বক্তব্য দেন, হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান ও আটাব বাংলাদেশের সদ্য সাবেক সহ সভাপতি আব্দুল হক আটাবের সদ্য সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেজওয়ান,আটাবের সাবেক সেক্রেটারি ও হাব সিলেট অঞ্চলের সেক্রেটারি আব্দুল কাদির। উপস্থিত ছিলেন, আটাব সিলেট অঞ্চলের সাবেক তিন বারের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল,আটাব ও হাবের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল, আটাব বাংলাদেশের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম, হাব সিলেট অঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান খাজা মঈনুদ্দিন জালালাবাদী, হাবের প্রাক্তন চেয়ারম্যান জহুরুল কবির চৌধুরী শিরু।

সিলেট থেকে আরো পড়ুন