আন্তর্জাতিক

বাংলাদেশিদের জন্য ইউরোপে আশ্রয় আরও কঠিন হচ্ছে

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৫

ইউরোপের অভিবাসন নীতি কঠোর করার পক্ষে অবস্থান নিয়েছে ইউরোপীয়ান কাউন্সিল

 

বার্তা সিলেট ডেস্ক : বাংলাদেশিদের জন্য ইউরোপে আশ্রয় আরও কঠিন হচ্ছে। ইউরোপের অভিবাসন নীতি কঠোর করার পক্ষে অবস্থান নিয়েছে ইউরোপীয়ান কাউন্সিল। এ লক্ষ্যে ৮ ডিসেম্বর দুটি প্রস্তাব পাস করেন আইনপ্রণেতারা। যেখানে ডানপন্থী ও কট্টর ডানপন্থী জোটের আইনপ্রণেতারা ভোট দিয়েছেন। পাস হওয়া প্রস্তাবের লক্ষ্য হলো- ‘নিরাপদ দেশ’ এবং ‘নিরাপদ তৃতীয় দেশ’ সংক্রান্ত ধারণাগুলোর বাস্তব প্রয়োগ জোরদার করা। নতুন এই আইনগুলোর মাধ্যমে ইইউ’তে যাদের আশ্রয় পাওয়ার যোগ্যতা নেই, তাদের আবেদন দ্রুত ও কার্যকরভাবে বাতিল করার সম্ভবনা তৈরি হয়েছে। ইউরোপীয়ান কাউন্সিলের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
ইউরোপের অভিবাসন নীতি কঠোর করার সিদ্ধান্তে বাংলাদেশি নাগরিকদের জন্য সেখানে আশ্রয় পাওয়ার পথ আরও কঠিন হলো। কেননা ইউরোপীয়ান কাউন্সিল কর্তৃক নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। এ তালিকায় রয়েছে আরও ছয়টি দেশ। সেগুলো হলো- কোসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিশিয়া। তালিকার অর্থ হচ্ছে ইইউ এসব দেশকে নিরাপদ হিসেবে বিবেচনা করবে। এ কারণে কেউ আশ্রয় লাভের আবেদন করলে তা বিবেচিত হওয়ার প্রক্রিয়া বেশ কঠিন হবে।
 

নতুন সংশোধিত আইনে ‘নিরাপদ তৃতীয় দেশ’ ধারণার আওতা বাড়ানো হয়েছে। এর ফলে কোন পরিস্থিতিতে আশ্রয় আবেদন অগ্রহণযোগ্য বলে বাতিল করা যাবে, তা আরও স্পষ্ট করা হয়েছে। কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, তিন ক্যাটাগরিতে এই ধারণা প্রয়োগ করা যাবে। এক- আশ্রয়প্রার্থীর সঙ্গে সংশ্লিষ্ট তৃতীয় দেশের কোনো সংযোগ থাকলে। দুই- আবেদনকারী ইইউ’তে পৌঁছানোর আগে ওই তৃতীয় দেশ দিয়ে অতিক্রম করলে। তিন- কোনো নিরাপদ তৃতীয় দেশের সঙ্গে এমন চুক্তি বা সমঝোতা থাকলে, যেখানে আবেদনকারীর আশ্রয় আবেদন সেই দেশেই পরীক্ষা করা হবে।

তবে একা আসা অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই চুক্তিভিত্তিক ব্যবস্থা প্রযোজ্য হবে না।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন