ছবি সংগ্রীহিত
সিলেট প্রতিনিধি : সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৬-২৭) ১ জানুয়ারী বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ৭ম বারের মতো নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর। সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোটে তৃতীয় বারের মতো নির্বাচিত হন দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার ও ঢাকা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম।
নগরীর সুবিদবাজারস্থ প্রেসক্লাবের নিজস্ব ভবনে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন। এ সময় উপস্থিত ছিলেন,কমিশনের সদস্য এডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী ও সনতু দাস। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯২ জন। তবে ভোট দিয়েছেন ৯১ জন ভোটার।
দ্বি-বার্ষিক এই নির্বাচনে ৫৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মুকতাবিস উন নূর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সময় টেলিভিশনের সিলেট ব্যুরো চিফ ইকরামুল কবির পেয়েছেন ৩৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন সর্বোচ্চ ৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান ইয়াহইয়া ফজল পেয়েছেন ৩২ ভোট।
এছাড়া, সিনিয়র সহ-সভাপতি পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল পেয়েছেন ৩৯ ভোট।
সহ-সভাপতি পদে ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম। এ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ পেয়েছেন ২৯ ভোট, দৈনিক জনতার সিলেট ব্যুরো প্রধান কামাল উদ্দিন আহমেদ পেয়েছেন ২৪ ভোট এবং দৈনিক ডেসটেনির ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া পেয়েছেন ৪ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ। তার প্রতিদ্বন্দ্বী ৭১ টিভির রিপোর্টার সাকিব আহমদ মিঠু পেয়েছেন ৩৯ ভোট। কোষাধ্যক্ষ পদে ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক ইনকিলাবের সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এখন টিভির সিলেট প্রতিনিধি গোলজার আহমেদ পেয়েছেন ৩৬ ভোট। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ডেইলী স্টারের চিত্র সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দি নিউ নেশনের সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফি পেয়েছেন ৪২ ভোট।
এছাড়া, পাঠাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান। সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের নগর সংবাদদাতা মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাকের সাব-এডিটর আনাস হাবিব কলিন্স ও মোহনা টিভির সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার।
উল্লেখ্য, সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গত বুধবার হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে সাধারণ ছুটি থাকায় তা একদিন পিছিয়ে তা গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন
