জকসু নির্বাচন : ভোট গ্রহণ শেষ, প্রবেশদ্বার বন্ধ,ফলাফল ঘোষণা সন্ধ্যায়
প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬ ০৪:০৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা থেকে ছাত্র সংসদ নির্বাচন
বার্তা সিলেট ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা থেকে ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৩টার পর ভোট কেন্দ্রের প্রবেশদ্বার বন্ধ করা হবে এবং ফলাফল ঘোষণা হবে সন্ধ্যায়। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৩টার পর ভোট কেন্দ্রে ভোট দিতে কেউ প্রবেশ করতে পারবেন না। তবে যারা লাইনে থাকবেন, তাদের ভোট গ্রহণ করা হবে।
এর আগে, আজ সকালে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে মোট ১৬ হাজার ৩৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। একইসাথে কড়া নজরদারিতে ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা প্রবেশ করেন। এরপর সোয়া ৮টার দিকে ক্যাম্পাসে পোলিং অ্যাজেন্ট ও প্রার্থীরা প্রবেশ করেন।
এছাড়া ক্যাম্পাসে কড়া নিরাপত্তার জন্য পুলিশ,র্যাবের ডগ স্কোয়াড, সোয়াট টিমসহ স্বেচ্ছাসেবী হিসেবে বিএনসিসি, রোভার স্কাউটস ও রেঞ্জার ইউনিট কাজ করছে। ওএমআর মেশিনে ভোট গণনা শেষে আজ সন্ধ্যায় ফলাফল ঘোষণা হবে।
শিক্ষা থেকে আরো পড়ুন
