ভ্রমণ

বাংলাদেশিসহ ১০৭ দেশের ভ্রমণকারীদের জন্য আমিরাতের ভিসায় নতুন নিয়ম

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ ০৯:৫৬

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সম্প্রতি দেশটিতে প্রবেশের জন্য ভিসা প্রক্রিয়া আরও কঠোর করেছে। নতুন নীতির আওতায় ১০৭টি দেশের নাগরিকদের আগেই অনুমোদিত ভিসা নিতে হবে। এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশ নতুন নিয়মের আওতায় এসেছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ রয়েছে। এছাড়া নাইজেরিয়া, ফিলিপাইন, কেনিয়া, ইথিওপিয়া ও ঘানা সহ কয়েকটি আফ্রিকান দেশও এই তালিকার অংশ।

নতুন নীতি ভ্রমণকারীদের আগেই নিরাপত্তা যাচাই এবং ভ্রমণ প্রক্রিয়ার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করবে। ইউএই-এর অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে দেশটিতে আগত ভ্রমণকারীদের নিরাপত্তা ও ভ্রমণ প্রোটোকল আরও জোরদার হবে।

সাময়িকভাবে ইউএই ৯টি দেশের নাগরিকের জন্য পর্যটন ও কর্মভিসা নিষিদ্ধ করেছে। এই দেশের মধ্যে রয়েছে নাইজেরিয়া, ঘানা, সিয়েরা লিওন, সুদান, ক্যামেরুন, লাইবেরিয়া, বেনিন, কঙ্গো এবং বুরুন্ডি। ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক পদক্ষেপ এবং ভবিষ্যতে নীতিগত পুনঃপর্যালোচনার মাধ্যমে পরিবর্তন হতে পারে।

ভ্রমণকারীদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে-ইউএই দূতাবাস বা অনুমোদিত ভিসা সেন্টারের মাধ্যমে আগেই ভিসার জন্য আবেদন করতে হবে; আবেদন করার আগে নিশ্চিত করতে হবে যে, পাসপোর্টের মেয়াদ অন্তত ছয় মাস বাকি আছে; দ্রুত ভিসা দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে এমন ভুয়া ট্রাভেল এজেন্টদের থেকে সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ইউএই ইমিগ্রেশনের অফিসিয়াল আপডেট পর্যবেক্ষণ করতে হবে।

ভ্রমণকারীরা এই নতুন নীতির আলোকে যথাযথ প্রস্তুতি নিলে তাদের ইউএই সফর আরও সুষ্ঠু ও নিরাপদ হবে।

বার্তা সিলেট ডটকম / ইকবাল 

ভ্রমণ থেকে আরো পড়ুন