খেলাধুলা

ফুটবলে ভারত জয়,শ্রীমঙ্গলে ফুটবলার শমিতের বাড়িতে মানুষের ভিড়

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ ০৬:৫৫

শ্রীমঙ্গলের কৃতি ফুটবলার শমিত সোমের বাড়িতে ক্রিড়া প্রেমীদের উৎসব

 

মৌলভী বাজার প্রতিনিধি :  মঙ্গলবার ফুটবলে ভারত জয়ের পর শ্রীমঙ্গলের কৃতি ফুটবলার শমিত সোমের বাড়িতে ক্রিড়া প্রেমীদের উৎসব চলছে। পারিবারিক পরিমণ্ডলে সময় কাটাতে নিজ বাড়িতে এসেছেন তিনি। গত কয়েকমাসে বাংলাদেশে শমিত তিনবার খেলায় অংশ নিলেও  এবার ভিন্ন পরিচয়, ব্যস্ততাও ভিন্ন মাত্রা নিয়ে নিজ বাড়িতে এসছেনে। ভারতকে হারানোর পরদিন শ্রীমঙ্গল ফিরে অন্যরকম অনুভূতিতে ভাসলেন জাতীয় দলের মিডফিল্ডার। কানাডায় জন্ম নেয়া শমিত সেই দেশের জাতীয় দলের হয়েও খেলেন প্রীতি ম্যাচ। কানাডা লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেন তিনি। বাবা-মায়ের সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব সহজেই পেয়ে চলতি বছর লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়ে যায় শমিতের। কানাডার শমিত এখন তাই বাংলাদেশের। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারানোর ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শমিত। সমিত আসার পর থেকেই  তার বাড়িতে স্থানীয় গণমাধ্যমের ভিড়,স্বজন,বন্ধুদের ভিড় আর উৎসব উপভোগ করছেন সোমিত। এক প্রতিক্রিয়া তিনি বলেন, শ্রীমঙ্গল এসে অনেক ভালো লাগছে। আমিতো বাংলাদেশে তিনবার (জাতীয় দলে সুযোগ পাওয়ার পর) আসলাম। এখানে আসতে পারি নাই। এবার এখানে সময় কাটাতে এসে খুশি লাগছে। এবার এশিয়ান কাপ বাছাইপর্ব পেরুতে পারেনি বাংলাদেশ। তবে হামজা চৌধুরী,শমিতরা নতুন উদ্দীপনা ঠিকই তৈরি করেছেন ফুটবলে। শমিতের কন্ঠেও ইতিবাচক সুর। আমরা একটু একটু করে প্রতি ম্যাচে উন্নতি করছি। পারফরম্যান্স ভালো হলেও রেজাল্ট আমাদের পক্ষে আসছিল না। শেষমেশ গতকাল জিতেছি। আমরা কোনো গোল হজম করিনি। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ আসছে। সেখানে যেন আমরা ভালো করতে পারি। কোয়ালিফাই করার জন্য যেন আমরা একটা প্রতিদ্বন্দিতাপূর্ণ দল হয়ে উঠতে পারি। বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ ভালো করবে,সাফল্য আসবে।

 

খেলাধুলা থেকে আরো পড়ুন