খেলাধুলা

৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের মোস্তাফিজ কলকাতার

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:৪৫

২০০৯ আইপিএলে মোস্তাফিজকে ৬ লাখ ডলারে নিয়েছিল কলকাতা

 

বিনোদন ডেস্ক :    ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে নিলামে তাক লাগিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজিুর রহমান।(আইপিএল) ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গতকাল আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের ১৯তম আসরের নিলামে বলিউড অভিনেতা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি দলে টানে বাংলাদেশি বাঁহাতি পেসারকে। নিলামে মোস্তাফিজুর রহমানকে পেতে রীতিমতো লড়াই করে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত ২ কোটি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। এটি আইপিএল নিলামে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্যে দল পাওয়ার ঘটনা।

আইপিএলে রেকর্ড পারিশ্রমিক পাওয়া বাংলাদেশি ক্রিকেটারের আগের রেকর্ডটিও ছিল মোস্তাফিজের। গত আইপিএলে তাকে ৬ কেটি রুপিতে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। যদিও সেটা ছিল নিলামের বাইরে বদলি হিসেবে এবং পুরো মৌসুমের জন্য নয়। আইপিএল নিলামের টেবিলে এতদিন সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার ছিলেন মাশরাফি বিন মুর্তজা। ২০০৯ আইপিএলে তাকে ৬ লাখ ডলারে নিয়েছিল কলকাতা, তখনকার বাজার দর অনুযায়ী সেটি এখন ৫

এবারের নিলামে মোস্তাফিজুর রহমানের দিকে দলগুলো বাড়তি আগ্রহ দেখাতে পারেন এমন ধারণা দিয়েছিল ভারতীয় গণমাধ্যমগুলো। বাঁহাতি এ পেসার এখন সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি আসর ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লীগে খেলছেন। সেখানে দুর্দান্ত বোলিং করছেন মোস্তাফিজ। 

খেলাধুলা থেকে আরো পড়ুন