সিলেট

হবিগঞ্জ ১ আসনে গণফোরাম প্রার্থী এম সাইফুর রহমান

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ ০২:২১

 

স্টাফ রিপোর্টার।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম কেন্দ্রীয় কমিটি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে হাফেজ এম সাইফুর রহমানকে দলীয় মনোনয়ন দিয়েছে। হাফেজ এম সাইফুর রহমান গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নবীগঞ্জ উপজেলা গণফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার নয়মৌজা ইউনিয়নের ঘোলডুবা গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। দলীয় মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন,বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনে নবীগঞ্জ–বাহুবলবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।  এম সাইফুর রহমান মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি  ও গণসংযোগ শুরু করেছেন।

সিলেট থেকে আরো পড়ুন