নবীগঞ্জে প্রবাসী আলী আমজাদ খানের ওপর হামলার চেষ্টা,৯৯৯ এর উদ্ধার
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ ১০:৫০
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামে গ্রীস প্রবাসীর বাড়ীতে আলী আমজাদ খানের ওপর সন্ত্রাসী হামলা চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়,গ্রীস প্রবাসী শেখ সাদি মিয়ার আমন্ত্রণে উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের আলী আমজাদ খান তাঁর বাড়িতে গেলে কালাভরপুর এলাকার আধিপত্যবাদী হাদী,দুলাল,বদরুলের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে গিয়ে সাদি মিয়ার বাড়ি ঘেরাওয়ের চেষ্টার অভিযোগ করেন মালয়েশিয়া প্রবাসী একই গ্রামের আলী আজমত খাঁন। এসময় হরিধরপুর গ্রামের গ্রীস প্রবাসী সাদি মিয়ার বাড়ির লোকজন প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। এমন পরিস্থিতিতে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠলে আলী আমজাদ খান পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে গোপলারবাজার পুলিশ ফাঁড়ি এবং নবীগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইটি গাড়িযোগে তাঁকে উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত হরিধরপুর গ্রামের একাধিক প্রত্যক্ষদর্শী এসআই কাজলসহ পুলিশের কাছে কতিপয় লোকজন কর্তৃক পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন এবং এলাকায় ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এদিকে,একই দিন দুপুরে একই সন্ত্রাসী গ্যাংয়ের হামলায় প্রাণনাশের ভয়ে গ্রামছাড়া পরাস মিয়ার বসতঘর ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়। লাগাতার সন্ত্রাসী তৎপরতায় এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। গোপলারবাজার পুলিশ ফাঁড়ির এসআই কাজল বলেন, ৯৯৯–এ কল পাওয়ার পর গোপলারবাজার ফাঁড়ি ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে হামলাকারী এমন কাউকে আমরা পাইনি।পরে আলী আমজদ খাঁনের অনুরোধে আমরা তাকে নিরাপদ গন্তব্য স্থানে পৌঁছে দেই।
সিলেট থেকে আরো পড়ুন
