সিলেট

নবীগঞ্জে-স্বামী স্ত্রী বিরোদ্ধে এতিমখানার টাকা আত্বসাতের অভিযোগ

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ ০৪:০৪

স্বামী ও স্ত্রীর নামে যৌথ স্বাক্ষরে এতিমখানার প্রায় চল্লিশ লক্ষ টাকা আত্বসাতের অভিযোগ

 

ষ্টাফ রিপোর্টার : নবীগঞ্জে স্বামী ও স্ত্রীর নামে যৌথ স্বাক্ষরে এতিমখানার প্রায় চল্লিশ লক্ষ টাকা আত্বসাতের অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। শহরের পৌর এলাকার সালামতপুর অবস্থিত আব্দুল্লাহ ঈসমাইল হিফজুল কোরআন ও এতিমখানার টাকা অভিনব উপায়ে আত্বসাত হয়েছে। মাদ্রাসার কথিত সভাপতি নুরুল হাদী বানী ও তার স্ত্রী শাহানা বেগমকে সাধারন সম্পাদক সাজিয়ে এতিমখানার একাউন্ট থেকে ওই টাকা আত্বসাতের ঘটনা ঘটে। সমাজসেবা অধিদপ্তরের তদন্তেও এর সত্যতা পাওয়া গেছে। টাকা উদ্ধারে ওই প্রতিষ্ঠানের সরকার অনুমোদিত কমিটির সভাপতি আব্দুল মুহিত চৌধুরী সমাজসেবা অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ ও সমাজসেবা অধিদপ্তর প্রতিবেদন সূত্রে প্রকাশ,উপজেলার পৌর এলাকার সালামতপুর অবস্থিত আব্দুল্লাহ ঈসমাইল হিফজুল কোরআন ও এতিমখানার সাবেক সেক্রেটারী গত ৯ অক্টোবর এতিমখানার সভাপতির বিরোদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দায়ের করেন।

এরই প্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তরের তরফে তদন্ত হয়। গত ২৫ নভম্বের সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে এতিমখানার সভাপতি আব্দুল মুহিত চৌধুরীর বিরোদ্ধে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়া যায়নি। এক পর্যায়ে বিশৃংখলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সাধারন সম্পাদক ও অভিযোগকারী নুরুলহাদী বাণীকে কমিটি থেকে বাদ দেয়া হয়। নবগঠিত কমিটিতে আব্দুল মুহিত চৌধুরীকে সভাপতি ও মোঃ সোহায়েদ আহমেদ চৌধুরীকে সাধারন সম্পাদক মনোনীত করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করে সমাজসেবা অধিদপ্তর। নবগঠিত কমিটি কার্যভার গ্রহণের পরই বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্যে। এতিম খানার সংরক্ষিত হিসাবের টাকা উত্তোলনে নুরুল হাদী বাণী এবং তার স্ত্রী শাহানা বেগম ভূয়া একটি রেজুলেশন ব্যাংকে দাখিল করে তাদের যৌথ স্বাক্ষরে এতিমখানার ৩৯ লক্ষ ৩১ হাজার ৭ শত টাকা আব্দুল্লাহ ঈসমাইল হিফজুল কোরআন ও এতিমখানার সংরক্ষিত এক্সপোট ইমপোর্ট ব্যাংক নবীগঞ্জ শাখার হিসাব নং ০৫২১১১০০১১৪৯০৭ থেকে আত্বসাত করেন। সরকার অনুমোদিত কমিটির সভাপতির আবেদনের প্রেক্ষিতে সমাজসেবা  অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি এর সত্যতা পেয়েছে।

এতিমখানার তরফে দ্রুত আত্বসাতকৃত টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হয়েছে। এনিয়ে এতিমখানার সভাপতি আব্দুল মুহিত চৌধুরী বলেন, কমিটির সাবেক সাধারন সম্পাদক নুরুল হাদী বাণী তার স্ত্রীল যৌথ স্বাক্ষরে টাকা আত্বসাতের ঘটনা লিখিত ভাবে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হয়েছে। আলোচিত ঘটনা ধামাচাপা দিতে তার বিরোদ্ধে একাধিক মিথ্যা মামলা ছাড়াও বিভিন্ন অপবাদ রটানো হচ্ছে।

 

সিলেট থেকে আরো পড়ুন