নবীগঞ্জে থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোনায়েম মিয়ার দায়িত্ব গ্রহণ
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ ০৯:০২
ওসি হিসেবে মোঃ মোনায়েম মিয়া
মোঃ সফিকুল ইসলাম নাহিদ :- নবীগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ মোনায়েম মিয়া দায়িত্ব গ্রহণ করেছেন। গত সোমবার (০৮ ডিসেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে সদ্য বিদায়ী ওসি শেখ মোঃ কামরুজ্জামানের কাছ থেকে দায়িত্ব বোঝে নেন।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামানকে বদলি করা হয়েছে। নবীগঞ্জ থানা থেকে তাকে বদলি করে ঢাকায় ডিএমপি পুলিশে নেয়া হয়েছে। ছয় মাসের মধ্যে দুই ওসির বদলী।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পুলিশের মাঠ প্রশাসনে লটারির মাধ্যমে রদবদল শুরু হয়েছে। নবীগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বদলি হওয়ার পরে শেখ মো.কামরুজ্জামান নবীগঞ্জ থানায় দায়িত্ব পালন করেন। ছয় মাসের মধ্যে দুইজন ওসির বদলী। যোগদানের পর এক প্রতিক্রিয়ায় ওসি মোঃ মোনায়েম মিয়া বলেন, আমি ন্যায়ের পক্ষে কাজ করব। কোনো অন্যায়ের আপোষ করা হবে না।
আইনশৃঙ্খলা রক্ষা,মাদক,ইভটিজিং,বাল্যবিবাহ ও সন্ত্রাস দমনে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এজন্য সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা নবাগত ওসিকে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন
