রাজনীতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে গু’লি, সারাদেশে বিএনপির কর্মসূচি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ ০৬:৫১

শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপিসহ সকল অঙ্গসংগঠন বিক্ষোভ কর্মসূচি

 

বার্তা সিলেট ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনার জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে রাষ্ট্র গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, দুষ্কৃতিকারীরা ওসমান হাদিকে গুলি করেছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদির ঘটনায় তদন্ত করে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপিসহ সকল অঙ্গসংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

প্রসঙ্গত,শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রাজনীতি থেকে আরো পড়ুন