সিলেট

নবীগঞ্জে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫ ১০:৫২

অবৈধ স্থাপনা নির্ন্মানের বিরুদ্ধে অভিযানে জমি দখল মুক্ত

 

মীর দুলাল : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বুরহানপুর মৌজা উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা নির্ন্মানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সরকারী জমি দখল মুক্ত করেন উপজেলা প্রশাসন। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে নবীগঞ্জ উপজেলার বুরহানপুর মৌজা (জেএল নং–৪৭) বুরহানপুর গ্রামে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় ১ নং খাস খতিয়ানের ৪৯৮ নং দাগে পরিচালিত অভিযানে দেখা যায়,০১ নং সরকারি খাস জমিতে অবৈধভাবে দালান স্থাপনা নির্মাণ করা হচ্ছিল,যা উক্ত আইনের ধারা ১১-এর পরিপন্থী।

পস্থিত গণ্যমান্য ব্যক্তি ও পথচারীদের সামনে একই আইনের ধারা ১৪ মোতাবেক অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে প্রায় ১৮ শতক সরকারি খাস জমি দখলমুক্ত করা হয়। দখলমুক্ত জমিটি ইনাতগঞ্জ ভূমি উপ-সহকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

প্রশাসন সূত্র জানায়,অবৈধ দালান নির্মাণকারীদের পূর্বেই নিষেধ করা হয়েছিল। তা সত্ত্বেও তারা সরকারি আদেশ অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে অভিযানকালে নির্মাণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

উচ্ছেদকৃত জমিটি শাহ আবুল হোসেন চঞ্চল (আওয়ামী সভাপতি, ৮ নং ওয়ার্ড), শাহরান মিয়া (যুবলীগ নেতা), কয়েছ মিয়া ও তারেক মিয়া (যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ)-এর দখলে ছিল বলে জানা গেছে।

প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে,ভবিষ্যতে পুনরায় ওই স্থানে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট থেকে আরো পড়ুন