আওয়ামীলীগের সহ-সম্পাদক রহমত আলী
ষ্টাফ রিপোর্টার : নবীগঞ্জে মহাসড়কে গাড়িতে অগ্নিসংযোগ ও জনমনে আতংক তৈরীর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় সদর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সম্পাদক রহমত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ ডিসেম্বর বুধবার দিবাগত গভীর রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল তাকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এখবর নিশ্চিত করেন থানার ওসি মোঃ মুনায়েম। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের মৃত ইসমাইল মিয়ার পুত্র আওয়ামীলীগ নেতা রহমত আলীর বিরোদ্ধে জমি দখল,হত্যা চেষ্টার অভিযোগ ও নারী নির্যাতনসহ একডজনের মতো মামলা রয়েছে। তার বিভিন্ন কর্মকান্ডে পুলিশ তাকে নজরধারীতে রাখে। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারী কর্মকান্ড নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ডাকে হরতাল কর্মসূচী বাস্তবায়নে ঢাকা-সিলেট মহাসড়কের জনতার বাজার সংলগ্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ করে জনমনে আতংক তৈরী করে একদল দুর্বৃত্ত। এঘটনায় দায়েরকৃত একটি মামলায় তদন্ত শেষে তার সম্পৃক্ততার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। থানার মামলা নং ১৫। এনিয়ে থানার ওসি মোঃ মুনায়েম বলেন,ডেবিল হান্ট-পেজ ২ এর আওতায় সারাদেশের ন্যায় অভিযান জোরদার করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে নির্বিঘ্ন করতে চলমান অভিযান অব্যাহত থাকবে। তথ্য উপায়ত্বের ভিত্তিতে কর্মকান্ড নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের তৎপর নেতাকর্মীদের কোন ছাড় দেয়া হবেনা। গ্রেপ্তারকৃতদের নিয়ে কোন প্রকার তদবির করা হলে তাদেরও নজরধারীর আওতায় আনা হবে।
সিলেট থেকে আরো পড়ুন
