সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পুলিশের নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সুজন সরকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান জেলার পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা উপস্থিত ছিলেন। তিনি ৩০তম বিসিএসের মাধ্যমে ২০১২ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
সিলেট থেকে আরো পড়ুন
