দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যানার-পোস্টার অপসারণের নির্দেশনা দেন
বার্তা সিলেট ডেস্ক : ঢাকাসহ সারাদেশে আগামী তিনদিনের মধ্যে ব্যানার ও পোস্টার সরানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে টাঙানো ব্যানার ও পোস্টার আপাতত বহাল থাকবে বলে জানিয়েছে দলটি।
শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
উপস্থিত ছিলেন, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক,সদস্যসচিব মোস্তফা জামান,মহানগর দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবীন,যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী,সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, ছাত্রদলের রাজু আহমেদ ও ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
এসময় রুহুল কবির রিজভী বলেন,ব্যানার ও পোস্টার রাজনৈতিক মতপ্রকাশের একটি মাধ্যম হলেও এসব লাগানোর ফলে শহরের সৌন্দর্য ও নান্দনিকতা ক্ষুণ্ন হচ্ছে এবং অনেক ক্ষেত্রে জনসাধারণের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যানার-পোস্টার অপসারণের নির্দেশনা দিয়েছেন। তিন দিনের মধ্যেই দেশজুড়ে সব ব্যানার ও পোস্টার অপসারণ সম্পন্ন হবে।
রাজনীতি থেকে আরো পড়ুন
