বাংলাদেশ

মৌলভীবাজারের চা-বাগানসহ পুরো জেলায় তীব্র শীতের প্রকোপ

প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬ ১১:০৮

শ্রীমঙ্গল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার পুরো অঞ্চেলে তীব্র শীতের প্রকোপে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গতকাল  বুধবার জেলার চা-বাগান বেষ্ঠিত জনপদ শ্রীমঙ্গল উপজেলায় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতের প্রকোপে মৌলভীবাজারে জবুথবু অবস্থা সাধারণ মানুষের। গত কয়েক বছরের মধ্যে বেশি শীত পড়েছে এ জেলায়। কুয়াশায় দিনভর সূর্যের আলো দেখা যাচ্ছেনা। এই  তাপমাত্রা আরও কয়েকদিন থাকার পর কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গত কয়েক দিন ধরেই শীতের তীব্রতা এবং ঘণকোয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজারের নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশার সঙ্গে বাতাস থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে অনেকেই অসুস্থ হয়ে ঠান্ডাজনিত রোগে কবলিত হয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশী।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান,বুধবার সকাল ৯টায় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আরও কয়েকদিন তাপমাত্রা অব্যাহত থাকবে।

 

বাংলাদেশ থেকে আরো পড়ুন