সিলেট

সিলেটের বিশ্বনাথে পুলিশের অভিযান,কারবারি গ্রেপ্তার

প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬ ০৯:২১

১০৬ বোতল দেশী ও বিদেশী মদসহ কয়ছর আলী (৩৫)

 

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিশেষ অভিযান চালিয়ে ১০৬ বোতল দেশী ও বিদেশী মদসহ কয়ছর আলী (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে বিশ্বনাথ পৌরসভার গন্ধারকাপন গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত হাজী ইউসুফ আলীর পুত্র। পুলিশ সূত্র জানায়,তার বিরুদ্ধে ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে ৬টি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কয়ছর আলীর ঘরে তল্লাশি চালায়। এসময় তার ঘর থেকে ১০৬ বোতল (৩৯,৭৫০ মিলি) ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৬ হাজার টাকা।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন