সিলেট

নবীগঞ্জে ড.রেজা কিবরিয়া সমর্থক  ও শেখ সুজাতের পাল্টাপাল্টি

প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬ ১০:৩৯

ড.রেজা কিবরিয়া ও শেখ সুজাত মিয়া

 

ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড.রেজা কিবরিয়ার বিরোদ্ধে বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া সমর্থিত দু’জনের লিখিত অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। উপজেলা বিএনপির তরফে বুধবার রাতেই অভিযোগকারী উপজেলা বিএনপির সদস্য মুশফিকুজ্জামান চৌধুরী নোমান ও জিতু মিয়া সেন্টুকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।আচরণ বিধি লঙ্গনের অভিযোগে আগামী ১৪ জানুয়ারীর মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য ড.রেজা কিবরিয়াকে নির্দেশ দিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।এঘটনায় উপজেলা বিএনপির তরফে জরুরী সংবাদ সম্মেলনে নিন্দা জানানো হয়। দলের বিদ্রোহী প্রার্থী ও সাবেক এমপি শেখ সুজাতের প্ররোচনায় দলের দুই সদস্য কর্তৃক কথিত অভিযোগ বিষয়ে তাদের তিনদিনের মধ্যে লিখিত জবাব দিতে নোটিশ দেয়া হয়েছে।এখবর নিশ্চিত করেন উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা মিয়া। ওদিকে,উপজেলা বিএনপির প্রতিক্রিয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাত সাড়ে ১০ টায় একটি পোষ্ট করেন দলের বিদ্রোহী প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া।এতে তিনি উল্লেখ করেন,নবীগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত বিএনপির কমিটি কর্তৃক আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ী করে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভুলে যাবেন না,আমি বিএনপির একজন নগণ্য কর্মী। কোনো প্রকার সুষ্ঠু তদন্ত,সত্য যাচাই কিংবা গ্রহণযোগ্য প্রমাণ ছাড়াই আমাকে জড়িয়ে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে,তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি স্পষ্টভাবে বলতে চাই,এই ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। যারা এই অপপ্রচার চালাচ্ছেন,তারা মূলত নিজেদের ব্যর্থতা,অদক্ষতা ও দায় এড়াতেই পরিকল্পিতভাবে আমার নাম জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। আমি সংশ্লিষ্ট সকলের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ জানাচ্ছি,যদি সামান্যতম প্রমাণও থাকে,তা জনসম্মুখে উপস্থাপন করা হোক। অন্যথায় প্রমাণ হবে,এই অভিযোগ সম্পূর্ণভাবে মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিশ্বাস,অভিযোগকারীরা একান্তই তাদের ব্যক্তিগত উদ্দেশ্য থেকেই এ ধরনের বক্তব্য দিয়েছেন। আমি সত্য ও ন্যায়ের পক্ষে আছি। ইনশাআল্লাহ, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না। সত্যের বিজয় অবশ্যম্ভাবী। সচেতন জনগণই এর উপযুক্ত জবাব দেবে। দলীয় প্রার্থীর বিরোদ্ধে অভিযোগ ও আলহাজ্ব শেখ সুজাত মিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোষ্ট নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার প্রধান সমন্বয়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু বলেন,বিএনপি মনোনীত প্রার্থীকে নিয়ে নিজ দলের কর্মীদের নির্বাচন কমিশনে দেয়া অভিযোগ শৃংখলা ভঙ্গের স্পষ্ট প্রমাণ বহন করে। দলের প্রতি অনুগত ও দলীয় প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করার আহবান জানান ‍তিনি।

সিলেট থেকে আরো পড়ুন