জেলায় শ্রেষ্ঠ নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার
হবিগঞ্জ জেলায় শ্রেষ্ঠ নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ ২১:২৭
২০২৫ সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন । এ অর্জনের জন্য হবিগঞ্জ জেলা প্রশাসক তাকে সম্মাননা স্মারকে ভূষিত করেন । এজন্য জেলা প্রশাসককেও কৃতজ্ঞতা জানিয়েছেন নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। নির্বাচিত শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাকে সম্মাননা দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জেলা প্রশাসকের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “এই অর্জন নবীগঞ্জ উপজেলার সকল সহকর্মীর পরিশ্রম, নিষ্ঠা ও ঐকান্তিক প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এ শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আমরা সবাই একসঙ্গে কাজ করে যাব। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনবদ্য সফলতার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি সরব রয়েছেন। তার নিরলস প্রচেষ্টার ফলে উপজেলায় সামাজিক স্থিতি ও স্বস্থি বিরাজ করেছে। ওদিকে, বিরল সাফলতা অর্জনের জন্য উপজেলা অফিসার ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের তরফে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। উল্লেখ্য, উপজেলার শান্তি ও আইন শৃঙ্খলার উন্নয়নে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি সক্রিয় নজরদারি করে আসছেন তিনি । তৃণমূল জনপদে সমাজসচেতন ও বিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
সিলেট থেকে আরো পড়ুন