সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুলঞ্জ গ্রামের সাবেক মেম্বার এলাইছ তালুকদার ও বর্তমান মেম্বার মাহবুব চৌধুরী এবং সাবেক মেম্বার আসাদ চৌধুরীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন- বশর মিয়া তালুকদার (৬০), ফুল মিয়া তালুকদার (৪৫), আলফু মিয়া তালুকদার (৩৫), কয়েস মিয়া তালুকদার (৫৫), ইকবাল মিয়া তালুকদার (৩২), কাহার মিয়া তালুকদার (৪০) ও জহির মিয়া তালুকদার (৪৫)।
তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া মাহিম (১৪) নামে এক কিশোরও গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পিন্টু দাস জানান, ‘প্রায় ১৩ জন গুলিবিদ্ধ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটে পাঠানো হয়েছে।’
দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গোলাগুলির ঘটনার বিষয়ে শুনেছি, তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
বার্তা সিলেট ডটকম / ইকবাল
সিলেট থেকে আরো পড়ুন
