সিলেট

সিলেট বিভাগে রেল অবরোধ আজ: চলমান ৮ দফা দাবিতে কর্মকর্তাদের কর্মসূচি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ ১১:৩৮

সংগ্রহীত

রেল যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দাবিতে আজ শনিবার (১ নভেম্বর) সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন রেলের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা।

আন্দোলনকারীরা জানান, রেলওয়ের চলমান সংকট নিরসন ও ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট বিভাগের সব রেলওয়ে স্টেশন আজ বন্ধ থাকবে। পাশাপাশি সিলেট, কুলাউড়া, শ্রীমঙ্গল ও সায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালিত হবে। এছাড়া ঢাকার মগবাজারে রেলপথ অবরোধ ও কমলাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। তার আগে সন্ধ্যায় কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের বৈঠক হলেও কোনো আশানুরূপ সিদ্ধান্ত না আসায় তারা এ অবরোধের ডাক দেন।

আন্দোলনের কুলাউড়া শাখার আহ্বায়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান বলেন, “রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও অবহেলিত সিলেট বিভাগের রেলপথ উন্নয়নের জন্য এ আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।”

দীর্ঘদিন ধরে রেলপথ অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত লোকবল নিয়োগ, পুরনো সেতু ও সিগন্যালিং ব্যবস্থা সংস্কারসহ ৮ দফা দাবি জানিয়ে আসছেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

 

বার্তা সিলেট ডটকম / ইকবাল 

সিলেট থেকে আরো পড়ুন