সিলেট-৫ ম্যাজিকম্যান মাওলানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলি
প্রার্থীতা নিয়ে আধ্যাতিক সিলসিলায় বাজিমাতে বিএনপি সক্রিয়
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ ০৪:৪৭
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) ম্যাজিকম্যান হুসাম উদ্দিন চৌধুরীর ফুলতলী
এম এ বাছিত : সিলেটের আধ্যাতিক পীর উস্তাদুল উলামা প্রয়াত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ:) এর সুযোগ্য সন্তান আল্লামা হুসামুদ্দিন চৌধুরী সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে প্রার্থীতা নিয়ে গুঞ্জন ভারী হয়ে উঠেছে। এখানে বিগত ৩০ বছর ধরে বিএনপি ত্যাগ স্বীকার করে আসছে।জোটের রাজনীতিতে এর সুফল ভোগ করেছে জামায়াত। ধর্মভিরু ও উলামা অধ্যুষিত এলাকায় প্রার্থীতা রহস্য ঘণিভূত করছে বিএনপি।আলোচনা রয়েছে বিএনপির তরফে ফুলতলী পরিবারের সমর্থন গোটা সিলেট অঞ্চলেই নির্বাচনের একটি ম্যাজিক হিসেবে কাজে লাগাতে চক কষছে বিএনপি।নেপথ্যে বিএনপির সমর্থন নিয়ে মাওলানা হুসামুদ্দিন প্রার্থী হলে সিলেটের ১৯টি আসনে এর বিরাট প্রভাব পরিলক্ষিত হবে।জামায়াত এখানে দাড়াতেই পারবেনা। সারাদেশে আলাম সমাজে এর বিশাল প্রভাব বিস্তৃত হবে। সিলেটী মানুষের হৃদপিন্ড ফুলতলী পরিবারের আধ্যাত্বিক প্রভাব দেশ এবং প্রবাসে সর্বোপরী মুসলিম জনতাকে জাগিয়ে তুলবে। দলমত নির্বিশেষে সাধারন মানুষ এঘটনাকে সাধুবাদ জানাবে।মাওলানা মোহাম্মদ হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী ১৯৭৪ সালের ৫ ফেব্রুয়ারি জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি একজন প্রখ্যাত আলেমও রাজনীতিবিদ হিসেবে পরিচিত। সর্বশেষ ২০২৪ এর বিতর্কিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। তিনি সিলেটের আধ্যাতিক পীর প্রয়াত আব্দুল লতিফ চৌধুরী ফুলতলীর কনিষ্ট সন্তান। তার মাতা নেহারুন নেছা একজন রত্নগর্বা মাতা হিসেবে গর্বিত। হুসামুদ্দীন আরব বিশ্ববিদ্যালয় ঢাকার সিন্ডিকেট সদস্য। তিনি সিলেট অঞ্চলের প্রভাবশালী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহের সভাপতি। প্রচলিত রাজনৈতিক কোন দলের সাথে তার পরিবারের কোন সংশ্লিষ্টতা নেই। সার্বজনীন ভাবে তাদের বিশাল গ্রহণযোগ্যতা রয়েছে। রাজনৈতিক মাঠের প্রতিপক্ষ রাজনীতির অন্দর মহলে সুনাম রয়েছে। মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীকে ১২ মার্চ ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির (২০২২-২০২৫) সদস্য ঘোষণা দেয়া হলেও তিনি তা অস্বীকার করেন এবং তাকে না জানিয়েই এমনটা করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মাওলানা মোহাম্মাদ হুসামুদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়ার গুঞ্জন রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামতে পারেন সিলেটের আঞ্চলিক প্রভাবশালী সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা মোহাম্মাদ হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী। একাধিক দায়িত্বশীল সূত্র জানায়,মাওলানা হোসাম উদ্দিনের প্রার্থীতা নিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ জোরালো হচ্ছে। ধর্মীয় এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সিলেট-৫ আসনটি সবসময়ই গুরুত্বপূর্ণ। মাওলানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলীর মতো একজন প্রভাবশালী ধর্মীয় নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। উল্লেখ্য,সিলেট-৫ (জকিগঞ্জ -কানাইঘাট) নির্বাচনী এলাকায় ভোটার বেড়েছে সবচেয়ে কম। ভোটের খসরা তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৭ হাজার ৬৫৭ জন। বর্তমানে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৯ হাজার ৯৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৬৬৭ এবং নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ২৮৯ জন। নির্বাচন অফিস সূত্রে জানায়,গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ৪ লাখ ২ হাজার ২৯৯ জন। এবারের তালিকায় ভোটার বেড়েছে মাত্র ৭ হাজার ৬৫৭ জন। কানাইঘাট উপজেলায় ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটকেন্দ্র রয়েছে ৮১ । এছাড়া জকিগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ৭৭টি । এখানে বিএনপি খুবই শক্তিশালী। আলোচিত আসনটি বিএনপি এবারও জোটের রাজনীতিকে অগ্রাধিকার দেবে নাকি দলীয় প্রার্থী ঘোষণা করবে এনিয়ে আলোচনার মধ্যে আবারও রহস্য রেখে দিয়েছে বিএনপি। ১৯৯৬ নির্বাচনে আবদুল কাহির চৌধুরী ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন। এরপর ওই বছরের জুনে অনুষ্ঠিত নির্বাচনে দলটির প্রার্থী ছিলেন আবুল হারিছ চৌধুরী। এর পর থেকে প্রায় ২৯ বছর বিএনপি এই আসনে প্রার্থী দেয়নি।
সিলেট থেকে আরো পড়ুন
