সিলেট

সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলের মহাসমাবেশ

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ ০৯:১১

ইসলামী ও সমমনা ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ

 

সিলেট প্রতিনিধি : জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন,দেশবাসী আশা করেছিল অতীতের অপকর্ম থেকে শিক্ষা নিয়ে নতুন ধারার রাজনীতি শুরু হবে। দুঃখের সাথে দেখতে পাচ্ছি একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে। তারা কোনো সংস্কারে রাজী না, জুলাই সনদ বাস্তবায়নে রাজী না, প্রথমে গণভোটেও রাজী ছিল না। তারপরে সেই গণভোট একদিনেই হতে হবে,তা তারা বাধ্য করেছে সরকারকে। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন নির্বাচন করে জনগণকে বেহুশ ছিল,তারা এখন ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছে। এটা ভালো লক্ষণ নয়। তারা যেসমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেছেন,জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এই কার্ড থেকে যদি কেউ বাঁচতে গিয়ে আগামী নির্বাচনকে ভন্ডুল করার চেষ্টা করেন,মহান আল্লাহর উপর ভরসা করে বলছি,তাদের সকল ষড়যন্ত্র সংগ্রামী জনগণ ভন্ডুল করবে ইনশাআল্লাহ। ৬ ডিসেম্বর শনিবার বিকেলে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে ইসলামী ও সমমনা ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ বেলা ২টায় থেকে শুরু হলেও বেলা ১১টা থেকেই আলিয়া মাদ্রাসা মাঠমুখী জনস্রোত ছিল। দুপুর ১টার আগেই মাঠ লোকে লোকারণ্য হয়ে আশপাশের এলাকা ছড়িয়ে পড়ে। ৮ দলের নেতাকর্মীরা নিজ নিজ দলের প্রতীক সম্বলিত ব্যানার,ফ্যাস্টুন ও প্লেকার্ড হাতে স্লোগানে মুখর হন। তিনি বলেন,বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর এক এক করে চলে গেলেও বাংলাদেশের মানুষ এখনো সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাঁচার করেছে। দেশে দেশে বেগমপাড়া গড়ে তুলেছে, কেউ পালাতে গিয়ে খালে- বিলে আশ্রয় নিয়েছে,আবার রসিক সিলেটবাসীর কাছে কলাপাতায় ধরা খেয়েছে। এভাবে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পালিয়েছে। কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া রয়েগেছে। একদল চাঁদাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেকদল আবার তার চাইতে বেশি শক্তি দিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে। জামায়াত আমীর আরও বলেন,জনগণের সমর্থন না পেয়ে বাঁকা পথে প্রশাসনিক ক্যুর মাধ্যমে নির্বাচনের ক্রেডিট হাইজ্যাকের স্বপ্ন দেখলে বলবো বন্ধু সেই সূর্য ডুবে গেছে, সেই সূর্য আর বাংলাদেশে উঠবে না। এখন নতুন সূর্যের উদয় হবে বাংলাদেশে। বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে। লুটেরাদের হাত থেকে উদ্ধার করে,বাংলাদেশ তুলে দেয়া হবে দেশপ্রেমিক জনগণের হাতে।  সমাবশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ। সমমনা ৮ দলের সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মো. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই,বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খ মাওলানা মামনুল হক,খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাদের,জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাছুম,ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ প্রফেসর মাওলানা মুহাম্দ ইউনুছ,বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী,বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী,নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মজিদ আতাহারি,বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টি-বিডিপির সভাপতি এডভোকেট এ.কে.এম আনোয়ারুল হক চান, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।

সিলেট থেকে আরো পড়ুন