সিলেট

নবীগঞ্জে বিএনপি মনোনীত ড.রেজার সমর্থনে পরামর্শ সভা ও গণসংযোগ

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ ০৫:১৮

নির্বাচনী মাঠে নেমেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড.রেজা কিবরিয়া।

 

ষ্টাফ রিপোর্টার :  আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী মাঠে নেমেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড.রেজা কিবরিয়া। এসময় তার সাথে ওই আসনের শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী পাশে ছিলেন।গতকাল দুপুরে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচানে বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড.রেজা কিবরিয়ার সমর্থনে বিশাল এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের জেকে উচ্চ বিদ্যালয় মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমেদ চৌধুরী।প্রধান অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিএনপি মনোনীত প্রার্থী ড.রেজা কিবরিয়া। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে গতকাল শহরে অনুষ্ঠিত পরামর্শ সভা দিয়ে নির্বাচনী গণসংযোগে মাঠে নেমেছেন ড.রেজা কিবরিয়া। পরামর্শ সভায়  প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ্।নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। বিগত ১৫ বছর দেশের মানুষ এক নায়কতান্ত্রিক স্বৈর শাসকের কবলে ছিল। জনগণ তাদের নাগরিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার গণঅভুত্থানে সেই সুযোগ তৈরী হয়েছে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব সুরক্ষায় দেশের জনগণকে এগিয়ে আসতে হবে। নির্বাচনী এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে ধানের শীষকে বিজয়ী করার আহবান জানান তিনি।মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু,পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনীর সঞ্চালনায় বক্তব্য দেন,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সরফরাজ আহমদ চৌধুরী,সাধারন সম্পাদক মজিদুল করিম মজিদ, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক অলিউর রহমান অলি,সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমদ তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী,যুগ্ম আহবায়ক নুরুল আমিন,অরবিন্দু প্রমূখ। পরামর্শ সভা শেষে উপজেলার ১২ নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়া।

সিলেট থেকে আরো পড়ুন