জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ
ষ্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ আনুষ্ঠানিকভাবে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ নির্ধারিত সময়ে তিনি সংশ্লিষ্ট নির্বাচনী কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় অধ্যক্ষ কাজী মহসিন আহমদ বলেন,আদর্শ ও জনকল্যাণের রাজনীতির মাধ্যমে হবিগঞ্জ–৩ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ গঠনে আমি সর্বোচ্চ চেষ্টা করব।তিনি এ সময় সর্বস্তরের মানুষের দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য,অধ্যক্ষ কাজী মহসিন আহমদ দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক অঙ্গনে তার প্রার্থীতা নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
সিলেট থেকে আরো পড়ুন
