সিলেটের ভারতীয় সীমান্তে অভিযান চালিয়ে রাইফেল তৈরির ২৫টি স্প্রিং উদ্ধার
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ ০৯:২৮
রাইফেল তৈরির ২৫টি স্প্রিং উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ
সিলেট প্রতিনিধি : সিলেটের ভারতীয় সীমান্তে অভিযান চালিয়ে রাইফেল তৈরির ২৫টি স্প্রিং উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গোয়াইনঘাট সীমান্ত এলাকার পান্তুমাই সীমান্তের আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বাড়ির পেছন থেকে পরিত্যক্ত এসব স্প্রিং উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়,সীমান্ত এলাকায় ভারতীয় অস্ত্রের মজুদ রয়েছে এই খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালায় বিজিবি ও পুলিশ। এসময় পান্তুমাই সীমান্তের আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্প্রিং উদ্ধার করা হয়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে এসব স্প্রিং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ওদিকে,বাসাবাড়িতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিবরিয়া আহমদ (২২) নামে এক যুবককে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট পুলিশ। আটক কিবরিয়া উপজেলার ১২ নম্বর সদর ইউনিয়নের গোয়াইন গ্রামের নিজাম উদ্দিনের পুত্র।
গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন,বিজিবির টহল কমান্ডার এবং থানা পুলিশের অভিযানে ভারত থেকে আনা রাইফেল তৈরির ২৫টি স্প্রিং উদ্ধার করা হয়েছে। এছাড়াও মানুষের বাসাবাড়িতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একাধিক মামলার আসামি কিবরিয়া আহমদকে আটক করা হয়েছে। আটক কিবরিয়া আহমদকে কারাগারে পাঠানো হয়েছে। পৃথক দুটি ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
সিলেট থেকে আরো পড়ুন
