দুই পক্ষের সংঘর্ষ উভয় পক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। গুরুত
নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের হিসেবে দুই পক্ষের সংঘর্ষ উভয় পক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। গুরুতর আহত ২০ জনকে সিলেট মেডিকেল প্রেরণ করা উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মান্দারকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল হাই গংয়ের সঙ্গে মুহিত মিয়া গংয়ের দীর্ঘদিন ধরে কৃষি জমির মালিকানা ও আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। একটি জমি রেজিস্ট্রি করা নিয়ে বিরোধ আরও তীব্র হয়। এরই জের হিসেবে সোমবার দুপুরে সেমানন্দ ভট্টাচার্যকে একা পেয়ে মুহিত মিয়া পক্ষের লোকজন মারধর করে। পরে বিকেলে উভয় পক্ষ নারী-পুরুষসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আব্দুল হাই পক্ষের অন্তত ৩০ জনসহ মোট অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ২০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন,কাশেম মিয়া (৩৫) আবু হানিফা (৫৫) নাসির মিয়া (৪৫) মতলিব মিয়া (৩৮)আশরাফুল (২০) মোজাম্মিল (১৬) মোজাহিদ (২২) মাসুম (২০) মছব্বির (২৭) নুর জাহান বেগম (২২) আশিক মিয়া (৩৮) আমির উদ্দিন (৩৮) জুলেখা বেগম (৪৫) দিলারা বেগম (৪৬) সামাইয়ুন (২১) লোকমান (২৬)।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন
