হবিগঞ্জের শাহজিবাজার সেনা ক্যাম্পের অভিযান, ড্রাম্পার ও বেকু জব্দ
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ ২২:১৯
মীর দুলাল : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধ বালি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে শাহজিবাজার সেনা ক্যাম্প। অভিযানে একটি ড্রাম্পার ও বেকু জব্দ করা হয়েছে। এসময় মূল অভিযুক্তসহ শ্রমিকরা পালিয়ে যায়।
সেনা সূত্র জানায়, বুধবার (২৫ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ২টা ২৫ মিনিট থেকে ভোর ১টা ৩০ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শাহজিবাজার সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অভিযান হয়। অভিযানকালে মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের বাসিন্দা মোঃ কামরুল মিয়া (৪০) দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রি করে আসছেন—এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ বালি ব্যবসায়ী কামরুল মিয়াসহ তার সহযোগী শ্রমিকরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি ড্রাম্পার ও একটি বেকু জব্দ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে মাধবপুর উপজেলা প্রশাসনের এসিল্যান্ড, মাধবপুর থানা পুলিশের প্রতিনিধি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত হন।
জব্দকৃত মালামাল মাধবপুর উপজেলা প্রশাসনের (এসিল্যান্ড) কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান,অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সিলেট থেকে আরো পড়ুন
